লংগদু-রিজার্ভ বাজার নৌপথ ভ্রমণ। পাহাড়ের ভাজে লুকিয়ে থাকা একটি অনিন্দ্য সুন্দর নৌপথ।

আজ আমি আপনাদের বাংলাদেশের অন্যতম সুন্দর এক নৌপথের গল্প বলবো। আচ্ছা পাহাড়ের কথ ভাবতেই আমাদের মাথায় কি ভেসে আসে? উঁচুনিচু সরু পথ, মেঘের কাছে পৌছে যাওয়া, ঝিরি ঝর্ণা আর চারিদিকে অবধারিত সবুজ! আপনাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে নৌপথের গল্পে পাহাড়ের আলাপ কেন! কারণ এই পাহাড়েই লুকিয়ে আছে বাংলাদেশের অন্যতম অনিন্দ্য সুন্দর কিছু নৌপথ। সে পথে ভ্রমণের গল্প নিয়েই আজকের লেখা। ঢাকা থেকে মারিশ্যার টিকিট কেটে যাত্রা শুরু করি, কুমিল্লা পৌঁছে একটা দুঃসংবাদ পাই। বাস মারিশ্যা পর্যন্ত যাচ্ছে না। যাবে খাগড়াছড়ি শহর পর্যন্ত! পরিস্থিতি মেনে নিয়ে ফের খাগড়াছড়ি উদ্দেশ্যে রওনা দিই। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে সকালে সাড়ে সাতটা নাগাদ খাগড়াছড়ি শহরে পৌঁছি। কিন্তু সেখানে মারিশার কোন গাড়ি না পেয়ে ২ হাজার টাকায় একটি রিজার্ভ সিএনজি নেই। কিছুদুর সামনে এগুনোর পরেই পুলিশ আমাদের আটকে দেয়। এসকোর্টের জন্য অপেক্ষা করতে হবে! মিনিট তিরিশেক অপেক্ষার পর ফের রওনা দিই। গন্তব্য দিঘীনালা। আমাদের সিএনজি ড্রাইভার এর পরামর্শে দিঘীনালা তৃপ্তি হোটেলে সকালের নাস্তা সেরে নিয়ে ...