রামনগর বড় মসজিদ, রায়পুর, নরসিংদী!

রামনগর বড় মসজিদ 


রামনগর বড় মসজিদ


১৯২৪ সালে স্থাপিত হওয়া এই মসজিদটি নরসিংদী জেলার রায়পুর উপজেলার মুছাপুর ইউনিয়নে অবস্থিত। ( বর্তমানে সংস্কার করা হয়েছে)

মোঘল স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটি রামনগর বড় মসজিদ নামে সমধিক পরিচিত। মসজিদটির গায়ে খচিত শিলালিপি থেকে দেখা যায় যে, মসজিদটি ১৯২৪ খ্রিষ্টাব্দে /১৩৩১ বঙ্গাব্দে নির্মিত হয়েছে। 

বয়োজেষ্ঠ্যগণের নিকট থেকে জানা যায় যে, মদিনা আল-মুনাওয়ারার বিখ্যাত আলেম হযরত মাওলানা জয়নুল আবেদীন (রঃ) ইসলাম ধর্মের দাওয়াত দিতে ভারতবর্ষে আগমন করেন। তিনি প্রতিবছর বজরা নৌকায় চড়ে রামনগর পুল ঘাটে আসতেন এবং সমবেত গ্রামবাসীদের ইসলাম ধর্ম সম্পর্কে বয়ান করতেন। মসজিদটি নির্মাণ সম্পন্ন হওয়ার প্রায় ১০ বছর পূর্বে রামনগর পুল ঘাটে হযরত মাওলানা জয়নুল আবেদীন (রঃ) এর আগমন ঘটলে মুরিদানগণ ইটের তৈরী দালান বাড়ি নির্মাণের অনুমতি চাইলে তিনি সর্বাগ্রে ইটের তৈরী আল্লাহর ঘর মসজিদ নির্মাণের নির্দেশনা প্রদান করেন। সে সময়ে এই এলাকায় ইটের ভাটা না থাকায় শুধুমাত্র মসজিদটি নির্মাণের নিমিত্ত রামনগর গ্রামের উত্তর জাগোরার চরে বিশেষ ধরণের ইট তৈরীর ভাটা স্থাপন করা হয়। ভাটার ইট এবং চুন- সুড়কি সমন্বয়ে মসজিদের অবকাঠামো নির্মাণের জন্য কলকাতা এবং গম্বুজ ও খিলানসমূহ নির্মাণের জন্য দিল্লি থেকে কারিগর আনা হয়। 



গম্বুজের বহির্ভাগে খচিত নকশায় হল্যান্ড, জাপান ও বিলেত থেকে সংগৃহীত চীনামাটির বাসনের খন্ডিত অংশ ব্যবহার করা হয়। এভাবে মসজিদটি নির্মাণ করতে দীর্ঘ প্রায় ১০ বছর সময় লাগে। প্রায় শত বছরের পুরাতন ঐতিহাসিক এই ধর্মীয় স্থাপনাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত ০৮ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ / ২৪ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করেছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জমিদার যদুনাথ রায়ের বাড়ি ( ভাগ্যকূল জমিদার বাড়ি)